Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ১০:৪৯

ফাইল ছবি

বগুড়া: শেরপুর উপজেলায় কেমিক্যাল কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আয়েশা বেগম (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিন নারী শ্রমিক অসুস্থ হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মীর্জাপুরে এসআর কেমিক্যাল প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া আয়েশা বেগম শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সোলায়মান আলীর স্ত্রী।

জানা গেছে, বগুড়া-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন এসআর কেমিক্যাল কারখানায় বুধবার বিকেলে কয়েকজন নারী শ্রমিক রান্নার কাজ করছিলেন। এসময় কারখানার বিষাক্ত গ্যাসে চার জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন। অসুস্থ শ্রমিক মনোয়ারা বেগম (২৬), ঝর্না বেগম (২৮) এবং আজিরন বেওয়াকে (৪০) বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজিত হাসান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আয়েশা বেগমের মৃত্যু হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আয়েশা বেগম রান্নার কাজে সহযোগিতা করছিলেন। বিষাক্ত গ্যাসে আক্রান্তের কথা কোনো শ্রমিক জানায়নি। তিন জন অসুস্থ হওয়ার তথ্যও পুলিশের কাছে নাই। আয়েশা বেগমের মৃত্যু নিয়ে বিভিন্ন জন প্রশ্ন তোলায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর