Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ১৩:০৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৪:২১

মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফয়ার সার্ভিসের কর্মীরা, ছবি: সারবাংলা

ঢাকা: রাজধানীর মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. রায়হান নিশ্চিত করেছেন।

মো. রায়হান জানান,  দুপুর ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। মুগদা হাসপাতালের আইসিইউ’তেও আগুন ছড়িয়েছিল।

এদিকে রোগীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মুগদা হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবির।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের উপ-পরিচালক এনায়েত হোসেন সারাবাংলাকে বলেছিলেন, মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

তবে তাৎক্ষণিভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারাবাংলা/ইএইচটি/এসবি/এনএস

অগ্নিকাণ্ড মুগদা হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর