Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধাপরাধ: ময়মনসিংহের ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ১৪:৫৮

ফাইল ছবি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের এক মামলায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল। তাদের সঙ্গে ছিলেন সাবিনা ইয়াসমিন খান মুন্নী ও তাপস কান্তি বল।

পরে আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে প্রসিকিউটর তাপস কান্তি বল বলেন, ‘আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।’

প্রসিকিউশন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জের ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বলে জানান তিনি।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর