Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীরে লুকানো ছিল ৫ কেজি স্বর্ণ


৬ এপ্রিল ২০১৮ ১৩:২৩

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে পাঁচ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মর্তুজা আলী আনসারী (৬৩) নামে এক যাত্রী চেঙ্গা থেকে সিঙ্গাপুরের শাহজালালে আসেন। বিমানবন্দরে নেমে তিনি হুইল চেয়ার ব্যবহার করে গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (‌ডি‌জি) ড. শহীদুল ইসলাম জানান, জব্দ হওয়া ৫০টি স্বর্ণবারের প্রত্যেকটির ওজন ১০০ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।

ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর