‘পূজামণ্ডপে কোরআন রাখা ব্যক্তিকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে’
২১ অক্টোবর ২০২১ ১৭:৫১
ঢাকা: কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এখন চিহ্নিত সেই ইকবাল হোসেনকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা সুনিশ্চিত যে, লোকটি এ কাজ করেছে। আমরা তাকে চিহ্নিত করেছি। মাজারের সঙ্গে থাকা মসজিদটি প্রসিদ্ধ। সেই মসজিদে রাত তিনটার দিকে তাকে তিন তিনবার যেতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ওই মসজিদে অবস্থান করে সে দুজন খাদেমের সঙ্গেও কথা বলেছে। সরকারের অভিজ্ঞ টিম র্দীঘ সময় অ্যানালাইসিস করে নিশ্চিত হয়েছে। এই ব্যক্তি (ইকবাল) মসজিদ থেকে পবিত্র কোরআন এনে হনুমানের সামনে রেখেছে। এটা তারই কর্ম। যা সবাই ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখতে পেয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ব্যক্তি কার প্ররোচণায় কিংবা নির্দেশে এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় দেখা গেছে যে, কাজটি সে দুই/তিন বার যাওয়া আসার মধ্যে শেষ করেছে। আমরা এখনো মনে করি, এটি কারও নির্দেশনায় সে করেছে। তাকে ধরতে পারলে সব তথ্য উদ্ধার করা যাবে।’
তাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইকবাল কোনো মোবাইল ব্যবহার করে না, সে বিষয়টি নিশ্চিত। আমাদের এটাও ধারণা হচ্ছে যে, যারা তাকে দিয়ে এ কাজ করিয়েছে তারা হয়তো ইকবালকে লুকিয়ে রাখতে পারে।’
উল্লেখ্য, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময়ে কুমিল্লার একটি পূজামণ্ডপের থিমে রাম সীতা হনুমান মন্দিরে হনুমানের হাঁটুর কাছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ রাখা হয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের পূজামণ্ডপ গুঁড়িয়ে দেওয়া হয়। এর জের ধরে দেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে অগ্নি সংযোগ ও পূজামণ্ডপে ভাংচুর চালানো হয়।
সারাবাংলা/জেআর/পিটিএম