৩০ নভেম্বরের মধ্যে ই-জুডিশিয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে
২১ অক্টোবর ২০২১ ১৯:০০
ঢাকা: সারাদেশের আদালতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত স্থাপনে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, এর আগে কয়েকবার সময় দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবেদন আদালতে আসেনি। আজকেও ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত।
এর আগে, ২০২০ সালের ১৯ জানুয়ারি আদালতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত স্থাপনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
পাশাপাশি ৯০ দিনের মধ্যে ই-জুডিশিয়ারি স্থাপনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম