Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী খুন

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ২০:৩২

ছুরিকাঘাতে নিহত আরিফুল হক রাহাত

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সামনে ছুরিকাঘাতে আরিফুল হক রাহাত নামের দ্বাদশ শ্রেণি পড়ুয়া এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে খুনের এ ঘটনা ঘটে।

পরে বিকেলে ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপুলে বিকেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। তবে বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহত রাহাত পুরান তেতলী গ্রামের সুরমান আলীর ছেলে। রাহাতের পরিবারের সদস্যরা জানান, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় সে। সঙ্গে ছিল রাফি নামের তার এক সহপাঠি। দুপুরে আরেক বন্ধুর সঙ্গে দেখা করতে দক্ষিণ সুরমা কলেজের ভেতর যায় রাহাত। কলেজ থেকে বের হওয়ার সময় কলেজের মূল গেট থেকে ২০-২৫ গজ ভেতরে সাদি নামের একজন মোটরসাইকেল এসে পেছন থেকে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাহাত কলেজ তেতলী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে তার সহপাঠিরা জানিয়েছেন। তবে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানিয়েছেন, দলীয় কোন্দলে খুন হয়েছে কি না সেটি নিশ্চিত নয়। আসামিকে গ্রেফতার করলে ঘটনাটি জানা যাবে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, রাহাত হত্যার ঘটনায় এদিন বিকেলে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় এলাকাবাসী ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রাহাতের হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। পরে পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

সারাবাংলা/পিটিএম

কলেজ শিক্ষার্থী খুন সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর