Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক: সিইসি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১০:৫৫

মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে বক্তব্য রাখছেন সিইসি

মানিকগঞ্জ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোনো প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউপি নির্বাচনে রাজনৈতিকভাবে কোনো দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই রাজনৈতিক দলের বিষয়। আমরা আশা করব সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ।

সিইসি বলেন, নির্বাচনি পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনি এলাকার নজর রাখছি। আমরা সুন্দরভাবে সকল ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারব।

তিনি আরও বলেন,মাগুরায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় আমরা বিব্রত। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ এখন স্বাভাবিক।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা /এসএসএ

ইউপি নির্বাচন সিইসি

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর