ঢাকা: ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) দেশের আটটি বিভাগের নির্দিষ্ট কেন্দ্রে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গ-ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ২২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছে, প্রশ্ন খুব মানসম্পন্ন হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনাও ভালো।’
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহম্মদ আব্দুস সামাদ, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছিরসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।