Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লোকাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৬:২৫

পটুয়াখালী: সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের বাসিন্দা গোলাম মাওলার বিরুদ্ধে।

এ ঘটনায় গোলাম মাওলার বিরুদ্ধে সাইদুল হক নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গোলাম মাওলা দীর্ঘদিন ধরে ওই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ ও জেলে কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২ হাজার থেকে ৩ হাজার টাকা আত্মসাৎ করছেন। এভাবে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষের কাছ থেকে তিনি লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে গোলাম মাওলা জানান, হাজার হাজার টাকা নয়, যাতায়াতের কাজে তিনি জনপ্রতি শুধুমাত্র ৩০০ টাকা করে নিয়েছেন।

কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

সরকারি ভাতা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর