৯ পৌরসভা ও রাজশাহী-রংপুর বিভাগে ইউপিতে আ.লীগের মনোনয়ন [তালিকা]
২২ অক্টোবর ২০২১ ১৬:৩১
ঢাকা: দেশব্যাপী অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একইসঙ্গে বিভিন্ন জেলার ৯টি পৌরসভা নির্বাচনে মেয়র পদেও দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দলটি। এসব পৌরসভা এবং রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ২ নভেম্বর।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
পরে শুক্রবার (২২ অক্টোবর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মনোনীত প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় যে ৯টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলো হলো— রংপুরের পীরগঞ্জ, নীলফামারীর নীলফামারী সদর, পাবনার বেড়া, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, গাজীপুরের কালিয়াকৈর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর ও নোয়াখালীর সেনবাগ।
একই সভায় রাজশাহী বিভাগের আট জেলা— রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এবং রংপুর বিভাগের আট জেলা— পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার ইউনিয়ন পরিষদগুলোতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
পৌরসভা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—
সারাবাংলা/এনআর/টিআর
৯ পৌরসভা নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন