হাকিমপুর (দিনাজপুর): হিলি সীমান্তে সোনার বারসহ একজন আটকের একদিন পর আবারও পাশের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকা থেকে ৮টি সোনার বারসহ গোলাজার (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সীমান্তের কাটলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক গোলজার বিরামপুর উপজেলার কাটলার বাঁশিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত। তিনি জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সীমান্তের কাটলা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে কাটলা বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশ দেখে সোনার বারগুলো কাঠের গুড়ির নিচে রেখে পালানোর চেষ্টা করে পাচারকারী। এসময় পুলিশ সদস্যরা তাকে আটক করে।
পরে কাঠের গুড়ির নিচ থেকে ৮টি সোনার বার জব্দ করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে আসামিকে পাঠানো হবেও বলেও জানান ওসি।