Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ভর্তি পরীক্ষায় চবি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের অনুপস্থিত ৩১%

চবি করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২১ ১৭:৪৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১৮:১৫

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিভাগের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩৪ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৩০ দশমিক ৬৪ শতাংশ।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ঘ-ইউনিট ভর্তি কমিটির চবি কো-অর্ডিনেটর সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও জয়েন্ট কো-অর্ডিনেটর আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিট চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর ঢাবি ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও চবি কেন্দ্রের ঢাবি শিক্ষক দলের প্রতিনিধি অধ্যাপক ড. মো আবদুল মান্নান এবং চবি’র বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চবি শিক্ষক সমিতির প্রতিনিধি, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপাচার্যের সঙ্গে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে সঙ্গে ছিলেন।

চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমাদের ক্যাম্পাসে ৯ হাজার ৯০৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ৬ হাজার ৮৬৯ জন। উপস্থিতি ৬৯ দশমিক ৩৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩৪ জন বা ৩০ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।

সারাবাংলা/সিসি/টিআর

চবি কেন্দ্র ঢাবি ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর