Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২১ ১৯:০১

যশোর: শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদকে নৌকার প্রার্থী ঘোষণা পাওয়ার পর তার সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তবিবর রহমানের সমর্থকদের উপর হামলা চালায়।

জানা যায়, শনিবার (২৩ অক্টোবর) সকালে তবিবর রহমান ঢাকা থেকে বাগ আঁচড়ায় ফিরছিলেন। তাকে আনতে সমর্থকেরা গোগা বাজার অতিক্রম করার সময় চেয়ারম্যান আব্দুর রশিদের সমর্থকেরা তাদের ওপর হামলা করে। এই হামলায় তবিবর রহমানের প্রায় ৫০ জন সমর্থক আহত হয়, যার মধ্য ১৩ জন গুরুতর আহত।

বিজ্ঞাপন

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরাও বিষয়টি শুনেছি এবং ওই স্থানে আমাদের দল সকাল থেকে ঘটনার তদন্ত করছে। তবে এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ হয়নি।’

সারাবাংলা/এমও

দুগ্রুপের সংঘর্ষ নৌকার প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর