Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিম প্রশান্ত মহসাগরে চীন-রাশিয়ার যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২১ ২০:০৬

প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে। প্রশান্ত মহাসাগরের এ অঞ্চলে দুই শক্তির এটাই প্রথম যৌথ সামরিক মহড়া।

শনিবার (২৩ অক্টোবর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৭ থেকে ২৩ অক্টোবর মস্কো ও বেইজিং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ মহড়া সম্পন্ন করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে মস্কো ও বেইজিং জাপান সাগরেও একটি মহড়া চালায়। পশ্চিমা দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক অবনতির এই সময়ে চীন-রাশিয়া সামরিক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে।

চীন-রাশিয়ার এ যৌথ মহড়ার দিকে গভীর নজর রাখা হয়েছে বলে জানিয়েছে জাপান। মহড়ার ব্যাপারে জাপান জানায়, চীন ও রাশিয়ার ১০টি জাহাজ জাপানের প্রধান দ্বীপ হোক্কোইডোরচ পাশ ঘেঁষে মহড়া চালিয়েছে।

সেসময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, টহলের অংশ হিসেবে জাহাজের দলটি প্রথমবারের মতো সুগারু প্রণালী দিয়ে যাত্রা করে। উল্লেখ্য যে, সুগারু প্রণালী আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর