রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১
২৪ অক্টোবর ২০২১ ১৭:২২
ঢাকা: রাজধানীর তেজগাঁও বিজয়সরণিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বশির আহমেদ (৪১) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও থানার উত্তর পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বিকাশ পরিবহনের ধাক্কায় তিনি মারা যান।
আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুড় ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তাকে পঙ্গু হাসপাতাল ও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নিহত বশির আহমেদ ফার্মগেটে পারটেক্স ফার্নিচার শোরুমে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাগুরা সদর উপজেলার মৃত আফতাফ উদ্দিনের ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কাফরুল ইব্রাহিমপুর এলাকায় থাকতেন।
বশির আহমেদের চাচা আবু জাফর জানান, বিজয়সরণিতে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সকালে বিজয়সরণিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বিকাশ পরিবহনের ধাক্কায় বশির আহমেদ মারা গেছেন। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ