Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে অর্থের প্রচুর অপচয় হয়’


১৩ ডিসেম্বর ২০১৭ ২০:৪৮

স্টাফ করেসপন্ডেন্ট

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের দেশে অর্থের প্রচুর অপচয় হয়। কর না দেওয়ার পেছনে কিছু সিন্টেমেটিক কারণ রয়েছে সেই কারণগুলোর সাথে সরকার পেরে উঠছে না।‘

জাতীয় প্রেসক্লাবে বুধবার ‘এসডিজি অর্জন প্রগতিশীল কর সংস্কার’ শীর্ষক সংলাপে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এই সংলাপের আয়োজন করে।

সংলাপে এম এ মান্নান বলেন, ‘যারা বাড়ি বানায়, তারা শুধু বাড়ির দিকেই নজর রাখে সামনের রাস্তাটার দিকে নজর রাখেন না। এই রাস্তা তৈরির জন্যে যারা কর দেয় তারা আমাদের গ্রাম বাংলার কৃষক। ধনীরা কর ফাঁকি দেয়। এই অসমতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এস. এম. হারুন অর রশিদ লাল বলেন, ‘মানুষ আরও কর দেবে যদি তারা দেখে করের সুষ্ঠু ব্যবহার হচ্ছে। করের ন্যায্যতা নিশ্চিত করতে হবে।‘

প্যানেল আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন— শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যক্ষ কাজী ফারুখ আহমেদ। এফবিসিসিআই এর সাবেক উপদেষ্টা জনাব মনজুর আহমেদ। উইমেন চেম্বার অব কমার্সের সভানেত্রী জনাব সেলিনা আহমেদ। বিএনপির সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল।  সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী রোজী এমপি, নাজমুল হক প্রধান এমপি, ড.রুস্তম আলী ফরায়জী এমপি প্রমুখ।

সারাবাংলা/ শাও/টিএম/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর