গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২১ ১৮:৩৮
২৪ অক্টোবর ২০২১ ১৮:৩৮
গাইবান্ধা: মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও অপর আসামি রুবেল মিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায়ে রুমি বেগমকে ৫০ হাজার ও রুবেলকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।
শাহানাজ বেগম রুমি জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া সদরের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে। ওই মামলার আরেক আসামি সদরের ফকিরপাড়ার হাফিজুল রহমানের ছেলে মাইদুলকে খালাস দেয় আদালত।
দণ্ডপ্রাপ্ত উভয় আসামিই পলাতক।
উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে গাইবান্ধা শহর থেকে ৮০ গ্রাম হিরোইন ও ৪০০পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।
সারাবাংলা/এমও