ড্যাপের গেজেট ডিসেম্বরে, আরও সংশোধনের আভাস মন্ত্রীর
২৪ অক্টোবর ২০২১ ২১:০৯
ঢাকা: রাজধানীকে ঢাকাকে একটি উন্নত ও দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে প্রণয়ন করা ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) গেজেট ডিসেম্বরে প্রকাশ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি আরও জানান, তবে গেজেট প্রকাশ করার পর বাস্তবায়নে গিয়ে যদি কোনো অসঙ্গতি দেখা দেয় তবে ড্যাপ সংশোধন আরেক দফা হতে পারে।
রোববার (২৪ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ড্যাপ চূড়ান্তকরণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ড্যাপ রিভিউ মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম বলেন, ‘আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। এরপর ড্যাপ রিভিউয়ের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির মাধ্যমে চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর বাস্তবায়নের সময় যদি কোথাও ভুল-ভ্রান্তি বা অসামঞ্জস্য থাকে কিংবা কোনো যৌক্তিক কারণে পরিবর্তনের অথবা সংশোধনের দরকার হয় তাহলে সেটি অবশ্যই করা হবে।’
মো. তাজুল ইসলাম জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজউকের মাধ্যমে ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়ন করা হলেও ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এটি বাস্তবায়ন করা হবে।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী এবং প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআর/এমও