Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২১ ২১:১৭

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঢাকা: মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ২০ অক্টোবর এই টুর্নামেন্ট শুরু হয়।

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন প্রথমবারের মতো এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইরান, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। ফাইনালে অংশ নিয়েছেন মিশরের ইয়াসিন এলশাফেই এবং পাকিস্তানের নুর জামান। চ্যাম্পিয়ন হয়েছে মিশর এবং রানার আপ হয়েছে পাকিস্তান। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পিএসএ (প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন) ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায় প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি । এছাড়াও বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সভাপতি জনাব মুহাম্মদ ফারুক খান, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান এবং বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশে কোভিড পরিস্থিতির মধ্যেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশে স্কোয়াশ কমপ্লেক্সসহ খেলার অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

সভাপতি ফারুক খান এ টুর্নামেন্ট সফল করার জন্য পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ দেশের নারীরাও স্কোয়াশ খেলায় সাফল্য পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের নিয়ে ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর চট্টগ্রামে একটি প্রদর্শনী খেলার আয়োজন করা হয়েছে। ‘ইস্পাহানি আন্তর্জাতিক স্কোয়াশ প্রদর্শনী ম্যাচ: ২০২১’ শীর্ষক খেলাটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীর চিটাগাং ক্লাবে।

সারাবাংলা/জেআর/এসএসএ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর