সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় শামীম আক্তার (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি রাঙ্গামাটির আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন।
নিহত শামীম আক্তার পাবনা জেলার আতাইকুলা গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রোববার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকী এ খবর নিশ্চিত করে জানান, ছুটিতে বাড়িতে এসেছিলেন ওই সেনাসদস্য। রোববার রাতে মোটরসাইকেলে বগুড়া থেকে বাড়ি ফেড়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুঘটনার খবর পেয়ে রাতে বগুড়া সেনানিবাস থেকে একটি সেনা দল শামীম আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সোমবার দুপুরে নিহতের
লাশ সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।