Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের কার্গো হোল থেকে ১২ কেজি সোনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১৪:৫৪

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক ড. আব্দুর রউফ।

তিনি জানান, রোববার (২৫ অক্টোবার) রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। সেখানে মোট ১০৪টি সোনার বার ছিল। শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্ব অভিযান চালানো হয়।

রউফ আরও জানান, দুবাই ফেরত বিমানের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার করা হয়। বিমানটির কার্গো হোলের মাঝখানের প্রবেশদ্বারের বামপাশের ফ্লোরে ছাই রঙের তিনটি কাপড়ের বেল্টের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায়। যার বাজার মূল্য ৮ কোটি ৪৪ লাখ টাকা।

উদ্ধারকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আটকের পর জামিন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএম

সোনা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর