ঢাকা: পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রি ও বাজারজাত এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে এ মামলা করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয় অভিযুক্ত প্রতিষ্ঠান উত্তর বাড্ডার প্রবাসী কানিজ টাওয়ারে অবস্থতি আল মদিনা সুপার শপ। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মো. মাছুদুল হক অংশ নেন।