Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

সারাবাংলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২১ ১৯:০৪

নড়াইল: নড়াইলে অস্ত্র মামলায় নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদারকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। জাকির ওরফে লিয়াকত হোসেন কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল।
এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সারাবাংলা/আরএফ/


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর