হবিগঞ্জ: মাধবপুর উপজেলার শাহজি বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাক চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।