Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ মাসের মাথায় পাসপোর্টে নতুন জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২১ ১১:২৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২৩:২২

মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান, ছবি: সংগৃহীত

ঢাকা: বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের (ডিআইপি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। পাসপোর্টের নতুন ডিজি হিসেবে তিনি মেজর জেনারেল মো. আইয়ূব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। তিনি পাসপোর্ট ডিজি হিসেবে ১৫ মাস কর্মরত ছিলেন।

সোমবার (২৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদের সই করা এক আদেশে মেজর জেনারেল ওয়াহিদের নতুন এই দায়িত্ব অর্পণের তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, মেজর জেনারেল মো. আইয়ূব চৌধুরীকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার জায়গায় সুরক্ষা সেবা বিভাগের অধীন পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ২৯ জুলাই মেজর জেনারেল আইয়ূব চৌধুরীকে পাসপোর্ট অধিদফতরের ডিজি পদে নিয়োগ দেওয়া হয়। ১৫ মাসের মাথায় তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হলো।

পাসপোর্ট ডিজি হিসেবে মেজর জেনারেল সাকিল আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন মেজর জেনারেল আইয়ূব চৌধুরী। দায়িত্ব নেওয়ার ৯ মাস পেরিয়ে ১০ মাস পূর্ণ হওয়ার আগেই সাকিল আহমেদকে পাসপোর্ট অধিদফতর থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

সারাবাংলা/ইউজে/এনএস

পাসপোর্ট অধিদফতর পাসপোর্টের ডিজি বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর মেজর জেনারেল মো. ওয়াহিদ উজ-জামান