Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র আতিকুলের পদে থাকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২১ ১৮:৩৫

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানার বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার জবর দখল করা ও এতে ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে মেয়র হিসেবে আইনগতভাবে দায়িত্ব পালন না করে জোর করে অবৈধভাবে সম্পত্তি দখলে রাখায় রাজধানীর উত্তর সিটি করপোরেশনেরর মেয়র আতিকুল ইসলামের মেয়রপদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির জন্য আরজি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া রিট আবেদনকারীকে ওই সম্পত্তির ও অন্যান্য ক্ষতিপূরণ বাবদ ৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আগামী দুই মাসের মধ্যে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রিটে সে আবেদনও জানানো হয়েছে।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভুমি মন্ত্রণালয় ও জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক (ডিসি), ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকার বাসিন্দা মোহাম্মদ আবদুর রহিম ও নুরতাজ আরা ঐশীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন।

এছাড়া এসব রুল জারির আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের পদ অবৈধ ঘোষণারও আর্জি জানানো হয়েছে রিটে।

এ বিষয়ে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলেও জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটকারী মোহাম্মদ আবদুর রহিম জানান, এর আগে হাইকোর্টের রিট মামলায় ক্ষতিপূরণ দুই মাসের মধ্যে পরিশোধের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করেনি মেয়র আতিকুল। প্রয়াত আনিসুল হক মেয়র থাকাকালীন আদালতের ওই নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব ২০১৭ সালে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার ডিসির কাছে পাঠিয়েছিলেন।

ঢাকার ডিসি ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনে কিছু তথ্য চেয়ে কয়েক দফা ডিএনসিসিকে চিঠি দেয়। কিন্তু বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর ২০১৯ সালে আদালতের নির্দেশ অমান্য করে ক্ষতিপূরণ চার হাজার কোটি টাকার পরিবর্তে দুটি চেকে এক লাখ ৯০ হাজার টাকা ঢাকার ডিসি বরাবর পাঠান। ফেরত চিঠিতে ঢাকার ডিসি ডিএনসিসি মেয়রের পত্রকে ‘দুরভিসন্ধিমূলক ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মেয়র আতিকের লোকজনের প্রভাব বিস্তারের কারণে তার পরিবার লালমাটিয়ার দুটি ফ্ল্যাটের ভাড়া পাচ্ছে না। এ ছাড়া সাভারে কলমা মৌজায় নয় বিঘা জমি মেয়র আতিক সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে রেখেছেন।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, রাজধানীর তেজগাঁও বিজয়স্মরনীস্থ কলমিলতা বাজার জবর দখল ও অন্যান্য ক্ষতিপূরণ বাবদ চার হাজার কোটি টাকা দুই মাসের মধ্যে না দেওয়া, মেয়র হিসেবে আইনগতভাবে দায়িত্ব পালন করার সময় দরখাস্তকারী পরিবারের সম্পত্তি জবর দখলে রাখা এবং আদালতের আদেশ বাস্তবায়নে অনিহা প্রকাশ করায় তার (মেয়রের) শপথ ভঙ্গ হয়েছে, এ জন্যে তার মেয়র পদে থাকার অধিকার হারিয়েছে। তাই মেয়র পদ অবৈধ ঘোষণা করার নির্দেশনা চেয়ে আমরা আইনজীবীর মাধ্যমে রিট আবেদন করেছি।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

মেয়র আতিকুল

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর