Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে পৌঁছল সিনোফার্মের আরও ২ লাখ ডোজ ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২১ ২০:১৯

ফাইল ছবি

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে যুক্ত হলো সিনোফার্মের আরও দুই লাখ ডোজ ভ্যাকসিন। চীন থেকে দুই লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিনগুলো এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিকাল ৪টা ১০মিনিটে এয়ারপোর্টে চীনের সিনোফার্মের দুই লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।

সারাবাংলা/এসবি/আইই

সিনোফার্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর