Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআরপিসি যুগোপযোগী করার সরকারি সিদ্ধান্ত ইতিবাচক: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২১ ২২:২২

আ স ম আবদুর রব | ফাইল ছবি

ঢাকা: ব্রিটিশ আমলে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইন (সিআরপিসি) যুগোপযোগী, প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন ও সংস্কার করার লক্ষ্যে সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার বহুবছর পর হলেও ১২৩ বছরের পুরনো ব্রিটিশ আমলে প্রণীত  ফৌজদারি কার্যবিধি আইন (সিআরপিসি) যুগোপযোগী করার সরকারের উদ্যোগ খুবই ইতিবাচক। যদি জনগণের আইনি অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে সত্যিকার অর্থেই স্বাধীন দেশের যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়, তা হবে নিঃসন্দেহে প্রশংসনীয় এবং গণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয় পদক্ষেপ। এই নতুন আইন প্রণয়নে শুধু আমলা নয়, জনগণের সকল অংশের অভিমত গ্রহণের উদ্যোগও গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তীতে প্রায় ১২০০-এর মতো উপনিবেশিক আইন বহাল রেখেই শাসন ব্যবস্থা চালু করায় প্রকৃতপক্ষে দেশ এক অভ্যন্তরীণ উপনিবেশে পরিণত হয়েছে। বাংলাদেশে গত ৫০ বছরের রাজনীতি ও প্রশাসনে
ঔপনিবেশিক আমলের মন মানসিকতার প্রাধান্য রয়েছে। ফলে রাজনৈতিক নেতারা হয়ে গেছেন ব্রিটিশ কায়দায় শাসক আর আমলারা হয়ে গেছেন ক্ষমতার মালিক।

তিনি বলেন, এখন সময় এসেছে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিবেচনা করে হাজার বছরের পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের উপযোগী একটি নতুন রাজনৈতিক মডেল প্রতিস্থাপন করা। এই নতুন রাজনৈতিক মডেলের উপযোগী কর্মসূচি সিরাজুল আলম খানের ১৪ দফা ও জেএসডির ১০ দফায় উত্থাপন করা হয়েছে। যে রাজনৈতিক মডেলের মাধ্যমে গোটা রাষ্ট্রকাঠামো ও শাসন ব্যবস্থাকে অধিকতর গণতন্ত্রভিত্তিক, অর্থাৎ রাজনৈতিক দলের পাশাপাশি শ্রম, কর্ম ও পেশার জনগণকে অন্তর্ভুক্ত করা হবে, যা ‘অংশীদারিত্ব গণতন্ত্র’ নামে সংজ্ঞায়িত।

বিজ্ঞাপন

বিবৃতিতে দুটি দাবি উত্থাপন করেন আ স ম আব্দুর রব। তিনি বলেন, উপনিবেশিক আইন বদল ও যুগোপযোগী করার লক্ষ্যে (১) সিআরপিসিসহ সকল উপনিবেশিক আইন পরিবর্তন, সংযোজন ও আধুনিকায়নে ‘স্বাধীন আইন কমিশন’ গঠন করতে হবে; এবং (২) স্বাধীন দেশের উপযোগী আইন প্রবর্তনে জনগণের অভিমত প্রতিফলনে শ্রম, কর্ম ও পেশাসহ সকল অংশীজনের মতামত গ্রহণ করতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর