হাঁটু গেড়ে প্রতিবাদে সামিল না হওয়ায় দলে নেই কুইন্টন ডি কক
২৬ অক্টোবর ২০২১ ২৩:০৭
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে টসের সময় জানা গেল, ব্যক্তিগত কারণে নিজেকে একাদশ থেকে সরিয়ে নিয়েছেন দলের অন্যতম ভরসা কুইন্টন ডি কক।
পরে ক্রিকেট আফ্রিকার দেওয়া এক বিবৃতিতে আসল কারণ জানা যায়। ম্যাচের আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদে সামিল হতে রাজি না হওয়ায় ডি কক নেই দলে। ডি ককের এমন সিদ্ধান্তে খুশি নয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সব ম্যাচের আগে হাঁটু গেড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড়দের পছন্দ, স্বাধীনতাসহ সমস্ত প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়েছিল।’
জানা গেছে, বোর্ডের এমন সিদ্ধান্তে রাজি নন কুইন্টন ডি কক। হাঁটু গেড়ে প্রতিবাদ জানানো এড়াতে ডি কক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে রাজি হননি।
কুইন্টন ডি ককের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না তা এখনই জানায়নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে থাকা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা হাঁটু গেড়ে একাত্মতা প্রকাশ করার জন্য ধন্যবাদও জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
এদিকে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে সংহতি না জানানো কুইন্টন ডি ককের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/আইই