বলসোনোরোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সিনেটের অনুমোদন
২৭ অক্টোবর ২০২১ ১০:৫২
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনোরোর বিরুদ্ধে দেওয়া প্রতিবেদন অনুমোদন করেছে দেশটির সিনেটের তদন্ত কমিটি। ওই প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধসহ করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ৯টি অপরাধের অভিযুক্ত করা হয় বলসোনোরোকে। খবর আলজাজিরা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) এই প্রতিবেদনের অনুমোদন দেয় সিনেট। এক হাজার ৩০০ পাতার এই প্রতিবেদনটি তৈরি করতে বিরোধী-নিয়ন্ত্রিত তদন্ত কমিটির ছয় মাস সময় লেগেছে। একইসঙ্গে আরও ৭৭ ব্যক্তি এবং দু’টি কোম্পানির বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়।
এর আগে গত সপ্তাহে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে প্রেসিডেন্ট বলসোনোরোর বিরুদ্ধে হত্যা ও গণহত্যার দায়ে অভিযুক্ত করার। কিন্তু সিনেট সদস্যরা বিশেষ কারণে এসব অভিযোগ বাদ দেন। এছাড়া এ ঘটনায় আরও ১০ ব্যক্তিকে এই তালিকায় যুক্ত করার জন্য সুপারিশ করে সিনেট সদস্যরা।
এই প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সিনেট সদস্য রেনান ক্যালহেইরোস বলেন, প্রেসিডেন্ট জইর বলসোনোরো সরকারের এই বিশৃঙ্খলা মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। এ ঘটনা তাকে অ্যাডলফ হিটলার এবং অগাস্টো পিনোচেট’র মতো স্বৈরশাসকদের পাশে দাঁড় করায়।
সারাবাংলা/এনএস