Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসেত মজুমদারের মৃত্যুতে বসছে না নিম্ন আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২১ ১১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে বুধবার (২৭ অক্টোবর) নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট তাপস কুমার পাল এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুকে ঢাকা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আজ নিম্ম আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

জানা যায়, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আদালতের কার্যক্রম মূলতবি রাখার জন্য প্রার্থনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাসেদ মজুমদারের প্রতি সম্মান রেখে আদালত পূর্ণ দিবস নিম্ম আদালতের কার্যক্রম মূলতবি করেন।

বিজ্ঞাপন

বুধবার সকাল আটটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান আব্দুল বাসেত মজুমদার।

সারাবাংলা/এআই/এএম

নিম্ন আদালত বাসেত মজুমদার