৫০ বছরে প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড নেই: চবি উপাচার্য
২৭ অক্টোবর ২০২১ ১৪:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাসে গত ৫০ বছরেও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড নেই বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘বি’ ইউনিটের প্রথম শিফট ভর্তি পরীক্ষা পরিদর্শনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
উপাচার্য শিরীণ আখতার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষকরা কঠোর পরিশ্রম করছেন। গত ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড নেই। এটা আমাদের নিচ্ছিদ্র আয়োজন। প্রশ্নপত্র মান নিয়েও প্রশ্ন করার কোনো অসুবিধা নেই। এগুলো অনেক আগে থেকে কাজ হচ্ছে। গবেষণা করে ডিন, শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে।
এখানে আমরা কোনো দুশ্চিন্তা করছি না। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্দ্বিধায় ভর্তি পরীক্ষা দিতে পারবে। কোনো অনিয়ম চোখে পড়লে বা অসুবিধায় পড়লে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে। যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত তারা।
বুধবার (২৭ অক্টোবর) ‘বি’ ইউনিটের পরীক্ষা ১ম শিফটে পরীক্ষার কেন্দ্র প্রবেশ সকাল ৯টা ৪৫ মিনিট, ওএমআর ফরম বিতরণ সকাল ১০টা ১৫ মিনিট, প্রশ্নপত্র বিতরণ সকাল ১১টা, এবং ১২টায় শেষ হয়। ২য় শিফটে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ দুপুর ২:১৫ মিনিট, ওএমআর ফরম বিতরণ ২টা ৪৫ মিনিট, প্রশ্নপত্র বিতরণ ৩টা ৩০ ও সমাপ্তি ৪টা ৩০ মিনিটে। ‘বি’ ইউনিটের প্রথম শিফটে সকালে অংশ নিবেন ১৪ হাজার ২২৩ জন ও দ্বিতীয় শিফটে দুপুরে অংশ নিবেন ১৪ হাজার ২২৩ জন।
সারাবাংলা /সিসি/এসএসএ