Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে আইএসআইএল’র হামলায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২১ ১৫:২৫

ছবি: আলজাজিরা

ইরাকে সন্ত্রাসী সংগঠন আইএসআইএল’র (আইএসআইএস) হামলায় ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশের একটি গ্রামে এই হামলা চালানো হয়। খবর আলজাজিরা।

জয়েন্ড অপারেশন কমান্ড এক বিবৃতিতে জানায়, গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রদেশটির মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে নিরীহ লোকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই হামলায় সন্ত্রসীরা বেশ কয়েকটি গাড়ি এবং সেমি-অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে।

দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এর আগে আইএসআইএল যোদ্ধারা দুই গ্রামবাসীকে অপহরণ করেছিল। তবে মুক্তিপণের দাবি পূরণ না হওয়ায় ওই গ্রামে অভিযান চালায় তারা। নিহত ও আহতরা সবাই বেসামরিক নাগরিক।

ইরাককে ‘অস্থিতিশীল করার ঘৃণ্য প্রচেষ্টা’ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ। একটি টুইটা বার্তায় তিনি বলেন, ‘দেশটির নিরাপত্তা জোরদার করতে হবে, নিরাপত্তার সমস্যাগুলো সমাধান করতে হবে এবং আইএসআইএল’র হুমকিকে অবহেলা করবেন না।’

সারাবাংলা/এনএস

আইএসআইএল ইরাক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর