চুয়াডাঙ্গায় ৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার, আটক ১
২৮ অক্টোবর ২০২১ ১২:৪৭
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের জেলেপাড়ায় একটি বাড়ি থেকে ৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তল্লাশি চালিয়ে বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চায়না খাতুন (৩৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আটক চায়না খাতুন ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হান্নানের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির শোবার ঘরে টেলিভিশনের নিচ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় অবৈধ ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় চায়না খাতুনকে আটক করা হয়।
তিনি জানান, আব্দুল হান্নানের স্ত্রী আটক চায়না খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার স্বামী হান্নান স্বর্ণ পাচার করত। কিন্তু সে উদ্ধার করা স্বর্ণের মালিক নয়। টাকার বিনিময়ে সে পাচার কাজে জড়িয়ে গিয়েছিল।
তিনি আরও জানান, অবৈধ স্বর্ণ রাখা ও পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জীবননগর থানায় আব্দুল হান্নান ও তার স্ত্রী আটক চায়না খাতুন এবং মেয়ে হাবিবার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।
সারাবাংলা/এসএসএ