হিলি: সড়ক দুর্ঘটনায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আবু তালেব মাস্টার (৭৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার টাটকপুর ভাটার সেলিমের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব মাস্টার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের খয়েরপাড়া এলাকার মৃত সলিমুল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বিরামপুর বাজারে যাওয়ার পথে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
পরে বাসটিকে ফুলবাড়ি এলাকা থেকে জব্দ করা হয় বলেও জানান ওসি।