সংবিধানে ‘মুক্তিযুদ্ধ’ ও ‘মুক্তিযোদ্ধা’ শব্দ যুক্ত করতে রিট
২৮ অক্টোবর ২০২১ ১৮:১৩
ঢাকা: ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘মুক্তিযোদ্ধা’ শব্দ দু’টি সংবিধানের যথোপযুক্ত স্থানে সংযোজনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
একইসঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময় নির্ধারণ করা মুক্তিযোদ্ধার সংজ্ঞা বাতিল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া মূল সংজ্ঞা প্রতিস্থাপনের আর্জি জানানো হয়েছে রিটে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ‘রণাঙ্গণের মুক্তিযোদ্ধা’ নামের একটি সংগঠনের ছয়জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে, আইন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারী ছয় জন বীর মুক্তিযোদ্ধা হলেন- আবুল বাশার, কামাল উদ্দিন আহমেদ, আব্দুস সামাদ তালুকদার, আমির আলী, তাওসিফুল বারী খান ও জাবেদ আলী সরকার।
আবেদনের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী হাসনাত কাইয়ূম। তিনি বলেন, “সংবিধানে ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘মুক্তিযোদ্ধা’ শব্দ দুটি সংযোজনের জন্য ছয় বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।’
সারাবাংলা/কেআইএফ/এমও