Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে নিরাপত্তা কর্মীর হাতে লাঞ্ছিত ভর্তি পরীক্ষার্থীর অভিভাবক

চবি করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২১ ১৮:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে এক ভর্তি পরীক্ষার্থীর অভিভাববকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের সামনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মোহাস্মদ মিলন হোসেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের কর্মচারী। ভুক্তভোগী অভিভাবক মোহাম্মদ রেজাউল করিম (৫২)। তার বাড়ি ফটিকছড়ি।

রেজাউল করিম বলেন, “বি ইউনিটে আমার দুই মেয়ে পরীক্ষার্থী ছিল। তাদের গাড়িতে রেখে এসেছি। ওই সময় একজন নিরাপত্তা কর্মী আমাকে ‘কুত্তার বাচ্চা’ বলে গালিগালাজ করে এবং হামলা করছে। আমি অভিযোগ দিয়েছি। পরে মীমাংসা হয়ছে। তাদের একটা সিন্ডিকেট আছে। তারা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘সেদিকে গাড়ি চলাচলের রাস্তা ছিল না। তারপরও তারা যাচ্ছিল। তখন একটু গালাগালি হয়ছে। ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন।’

সারাবাংলা/সিসি/এমও

অভিভাবক চবি নিরাপত্তা কর্মী ভর্তি পরীক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর