Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমএসডি’র নতুন পরিচালক মোখলেছুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২১ ২০:১৩

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) তথা কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোখলেছুর রহমান সরকার। অন্যদিকে সিএমএসডি পরিচালক পদে কর্মরত অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা আবু হেনা মোরশেদ জামানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা এক প্রজ্ঞাপনে সিএমএসডি পরিচালক নিয়োগের আদেশের তথ্য জানানো হয়। একই দিন উপসচিব ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা আরেক প্রজ্ঞাপনে মোরশেদ জামানের পদোন্নতি ও নতুন পদায়নের তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন- সিএমএসডিতে বড় রদবদল, সহকারী পরিচালক ওএসডি

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোখলেছুর রহমান সরকার প্রেষণে নিয়োগ পাচ্ছেন সিএমএসডি পরিচালক পদে। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, সিএমএমডি পরিচালন (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাকে পরীকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইএমইডি বিভাগের সচিব হিসেব নিয়োগ দেওয়া হলো।

এর আগে, ২০২০ সালের ২২ মে আবু হেনা মোরশেদ জামানকে সিএমএসডি পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। সেনাবাহিনীর তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহর (পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন) স্থলাভিষিক্ত হন ওই সময় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) পদে থাকা আবু হেনা মোরশেদ জামান।

সারাবাংলা/এসবি/টিআর

আবু হেনা মোরশেদ জামান কেন্দ্রীয় ঔষধাগার মোখলেছুর রহমান সরকার সিএমএসডি সিএমএসডি পরিচালক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর