৩০ বছর আগের দুর্নীতি মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২১ ২২:১৭
চট্টগ্রাম ব্যুরো : গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ৩০ বছর আগে দায়ের হওয়া মামলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে দু’টি পৃথক ধারায় মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক জানিয়েছেন।
দণ্ডিত শাহ আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার শাখা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক। তিনি জামিনে গিয়ে পলাতক আছেন বলে জানা গেছে।
দুদকের আইনজীবী মাহমুদুল হক সারাবাংলাকে জানান, সোনালী ব্যাংক থেকে কৃষিখাতে ঋণ নেওয়া এক গ্রাহক ৯০ হাজার ৫১৩ টাকা পরিশোধ করেন। কিন্তু ১৯৮০ সাল থেকে ১৯৮৭ সাল সময়ের মধ্যে ধারাবাহিকভাবে পরিশোধ করা সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে ব্যবস্থাপক শাহ আলম আত্মসাত করেন। বছরওয়ারি পরিশোধকৃত টাকা আত্মসাতের ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ১৯৯২ সালে শাহ আলমের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেন। এর মধ্যে অভিযোগপত্র দাখিল ও অভিযোগ গঠনের পর আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে প্রথম মামলার রায় হয়েছে।
আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় আসামি শাহ আলমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় একই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দুটি ধারায় দেওয়া সাজা পৃথকভাবে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। এ হিসেবে আসামিকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবী মাহমুদুল হক।
সারাবাংলা/আরডি/একে