গণটিকার দ্বিতীয় ডোজ পেলেন ৫৪ লাখের বেশি মানুষ
২৯ অক্টোবর ২০২১ ০০:১৭
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশে দেওয়া গণটিকার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছে ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জন। এদিন নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির আওতায় ভ্যাকসিন পেয়েছেন আরও দুই লাখ ৪৭ হাজার ৬৬২ জন। সব মিলিয়ে এদিন ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ ডোজ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর দেশের বিভিন্ন কেন্দ্রে ১০ হাজার ৯১৯ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদিন পাঁচ হাজার ৯৭৯ ডোজ মডার্নার ভ্যাকসিন ও ১০ হাজার ২৪৮ ডোজ ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এছাড়াও এদিন ৫৪ লাখ ১৭ হাজার ২০ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।
সারাবাংলা/এসবি/টিআর