নন্দীগ্রামে ভাতিজার মারধরে চাচা নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ০৯:২৯
২৯ অক্টোবর ২০২১ ০৯:২৯
বগুড়া: নন্দীগ্রাম উপজেলায় ভাতিজাদের মারধরে জামাল উদ্দিন সরকার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে ভাইয়ের ছেলেদের বিরোধ চলছিল। বাড়ির উঠোনের মাঝ দিয়ে সীমানা নির্ধারণ করা নিয়ে জামাল উদ্দিনের বড় ভাই মৃত জব্বারের ছেলেদের সঙ্গে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ৪ ভাতিজার সঙ্গে চাচা জামাল উদ্দিনের ধাক্কাধাক্কি হয়। এ সময় ভাতিজারা চাচাকে কিল ঘুসি মারে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে হোসেন আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সারাবাংলা/এএম