Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ১৭:৫৪

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ও শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনও ছিল ৬ জন। এ ছাড়া একই সময়ে ৩০৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আগের দিন নতুন রোগী শনাক্তের সংখ্যা ছিল ২৯৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও বেড়েছে। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ, যা গত ২৪ ঘণ্টায় হয়েছে ১ দশমিক ৭১ শতাংশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৬টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৭ হাজার ৬০৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। নতুন ও পুরনো নমুনা মিলে এ দিন পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮১১টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৯ হাজার ৩৪৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৮ লাখ ১০ হাজার ৬১টি।

২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণ ও শনাক্তের হার

বিজ্ঞাপন

আগের দিন দেশে ২৯৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৩০৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনের শরীরে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৫০ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ, যা আগের দিন ছিল ১৫ দশমিক ২৩ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। আগের দিন দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২২৭ জন। দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

আগের দিন করোনা সংক্রমণ নিয়ে সারাদেশে মারা গিয়েছিলেন ৬ জন। গত ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ৭ জন। সে হিসাবে একদিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৮৫৪ জন। সংক্রমণ বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৩৪ জন, নারী ১০ হাজার ২০ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক ০৩ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৭ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী রয়েছেন একজন, ২১ থেকে ৩০ বছর বয়সী একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী একজন ও ১০০ বছরের ঊর্ধ্ববয়সী একজন রয়েছেন।

দেশে ৬১ থেকে ৭০ বছর মোট রোগী মারা গেছেন ৮ হাজার ৬৫০ জন, যা সর্বোচ্চ। এ ছাড়া ১০০ বছর ঊর্ধ্ববয়সী মারা গেছেন ৩৪ জন। যা বয়স বিবেচনায় সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। মৃতদের মধ্যে চারজনই সরকারি হাসপাতালে মারা গেছেন।

৩ বিভাগে মৃত্যু নেই

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় তিন জন মারা গেছেন ঢাকা বিভাগে। একজন করে মারা গেছেন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ। এ ছাড়া সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর