চবি’র বি ইউনিটে ৭১ শতাংশ শিক্ষার্থী ফেল
২৯ অক্টোবর ২০২১ ১৮:৫৬
চট্টগ্রামে ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮ হাজার ৫৩৬ জন। যা শতকরা ২৮.৮২ শতাংশ।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মহীবুল আজিজ বলেন, ‘পরীক্ষায় অংশ নিয়েছেন ২৯ হাজার ৬২০ জন। পাস করেছেন ৮ হাজার ৫৩৬ জন। শতকরা ২৮.৮২ শতাংশ। সেই হিসেব অনুযায়ী ফেল করেছেন ২১ হাজার ৮৪ জন। যা শতকরা ৭১.১৮ শতাংশ। সর্বোচ্চ নাম্বার উঠেছে ১০৬.৫০।’
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, ‘রেজাল্ট প্রস্তুত হয়েছে কিন্তু এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। আমরা যত দ্রুত সম্ভব রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করার চেষ্টা করছি।’
এর আগে, গত বুধবার (২৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তিন শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে আবেদন করেছেন ৪২ হাজার ৬৬৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৬২০ জন।
সারাবাংলা/সিসি/এমও