Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে বিএনপি নেতাকে নৌকার প্রার্থী করার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ২০:৩৯

খাগড়াছড়ি: দীঘিনালায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেককে নৌকার মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কবাখালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন,‘ বিএনপির সাবেক নেতা আব্দুল বারেক আওয়ামী লীগ নেতাদের উপর হামলা নির্যাতন জুমুল করে এলাকা ছাড়া করেছিল। আব্দুল বারেক দিঘীনালা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ২০১৪ সালে নির্বাচনি কেন্দ্রের সংগ্রাম কমিটির সদস্য ছিলেন। এছাড়া তার দুই ভাই বিএনপির বর্তমান সাংগঠনিক ও প্রচার সম্পাদক।’

বিজ্ঞাপন

দলের ত্যাগী নেতাদের মনোনয়ন না দিয়ে অনুপ্রেবেশকারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য উপজেলা আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। এসময় তিনি আব্দুল বারেকের মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান।

নৌকা মনোনীত প্রার্থী আব্দুল বারেক জানান,‘ আমি একসময় বিএনপি করতাম। ২০১৪ সালে আওয়ামী লীগের যোগ দিয়েছি। এবার নৌকার প্রতীক পেয়েছি, তাই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।’

সারাবাংলা/এমও

খাগড়াছড়ি নৌকার প্রার্থী বিএনপি নেতা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর