পাটজাত পণ্য উৎপাদন কর্মসূচির প্রদর্শন ও প্রশিক্ষণ সনদ বিতরণ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ২১:২৫
২৯ অক্টোবর ২০২১ ২১:২৫
ময়মনসিংহ: নতুন নারী উদ্যোক্তা সৃজন-আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ময়মনসিংহে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন কর্মসূচির প্রশিক্ষণার্থীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানে দশজন নারী উদ্যোক্তার হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মনোয়ারা ইসরাত, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও