Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে শিশুদের করোনা ভ্যাকসিন অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২১ ১০:০৮

যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ওপর প্রয়োগের জন্য ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

শুক্রবার (২৯ অক্টোবর) এফডিএ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে দুই কোটি ৮০ লাখ মার্কিন শিশু ভ্যাকসিনের আওতায় আসবে।

চলতি বছরের সেপ্টেম্বরে ফাইজার জানিয়েছিল ট্রায়াল থেকে দেখা গেছে তাদের ভ্যাকসিন শিশুদের জন্য নিরাপদ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ১২ বছর পর্যন্ত শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

সারাবাংলা/একেএম

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) যুক্তরাষ্ট্র শিশুদের করোনা ভ্যাকসিন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর