ঢাকা: প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে খুলনা ও চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন জুবায়ের সিদ্দিকীর ছোট ভাই মাহমুদ সিদ্দিকী রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।
এর আগে, গতকাল বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ বাজারে অবস্থিত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়।
২৫ থেকে ৮০ শতাংশ ছাড়ে মুঠোফোন, মোটরসাইকেল, ইলেকট্রনিক্সসহ নানা পণ্যের ক্ষেত্রে ‘ধামাকা’ অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি।
আদিয়ানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে শত শত অভিযোগ জমা পড়েছে।