আরও ২ সপ্তাহ বিশ্রামে রানি এলিজাবেথ
৩০ অক্টোবর ২০২১ ১৪:০৫
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আরও অন্তত দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সময়ের মধ্যে তিনি সশরীরের কোনো দাফতরিক কর্মকাণ্ডে অংশ নেবেন না। কোনো সরকারি সফরেও যাবেন না। বাকিংহাম প্যালেসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই দুই সপ্তাহ রানি ভার্চুয়াল মিটিংসহ ডেস্কভিত্তিক কিছু হালকা দায়িত্ব পালন করবেন।
এরই মধ্যে মঙ্গলবার (২৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রদূতদের সঙ্গে মিটিং করেছেন তিনি। কপ-২৬ জলবায়ু সম্মেলনে পাঠানোর উদ্দেশ্যে শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে একটি ভাষণ রেকর্ড করা হয়েছে। সেখানে রানিকে লাঠিতে ভর করে হাঁটতে দেখা যায়।
এদিকে, দুই সপ্তাহ বিশ্রামে থাকলে রাজপরিবারের বাৎসরিক স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না রানি এলিজাবেথ। ১৩ নভেম্বর রয়্যাল অ্যালবার্ট হলে ওই স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে। তবে, ১৪ নভেম্বর সেনোটাফে রিমেমব্রেন্স সানডে সার্ভিসে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
প্রসঙ্গত, ১৯ অক্টোবর রানি উইন্ডসোর ক্যাসেলে একটি গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করেছিলেন। এর পরে তিনি কিছুটা অসুস্থ বোধ করলে উত্তর আয়ারল্যান্ড সফর বাতিল করে গত ২০ অক্টোবর হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করান। এক রাত কিং অ্যাডওয়ার্ড (৭ম) হাসপাতালে থাকার পরদিন উইন্ডসোর ক্যাসেলে ফিরে আসেন। আট বছরের মধ্যে এটিই হাসপাতালে তার প্রথম রাত। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর গ্লাসগোতে অনুষ্ঠেয় কপ-২৬ সম্মেলনে যোগ না দিয়ে ভিডিওবার্তা পাঠানোর সিদ্ধান্ত নেন। এরই মধ্যে চিকিৎসকরা আরও দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিলেন।
সারাবাংলা/একেএম