মেঘনা নদী থেকে হাত-পা-গলা কাটা ৩ মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর ২০২১ ১৫:৫২
ভৈরব (কিশোরগঞ্জ): মেঘনা নদী থেকে এক সপ্তাহের ব্যবধানে হাত-পা-গলা কাটা তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এদের মধ্যে অজ্ঞাত দুই জন এবং এক জনের পরিচয় পাওয়া গেছে। মৃত যুবক আশুগঞ্জের বাহাদুরপুর গ্রামের মৃত আলী মিয়ার পুত্র আয়ুব আলী (৩৫)। তার নামে ভৈরব নৌ থানাসহ বিভিন্ন থানায় ছয়টি ডাকাতি মামলা রয়েছে।
ডাকাতদের দুই গ্রুপের সংঘর্ষে আয়ুব আলী এবং তার সহযোগীর মৃত্যু হয়েছে বলে মনে করছে নৌ পুলিশ। এ ঘটনায় ভৈরব নৌ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, শনিবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে মেঘনা নদী থেকে গলাকাটা অজ্ঞাত আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের শরীরের বিভিন্ন অংশ ফুলে পচে গেছে। দুপুরে মেঘনা নদীর পাশ্বির এলাকায় মরদেহটি পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া সারাবাংলাকে জানান, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সারাবাংলা/একেএম